কলকাতা: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। বাড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতর৷ এই পরিস্থিতিতে নিজের নির্বাচনী এলাকায় প্রথম প্রশাসনিক বৈঠক করলেন নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক৷ সেই বৈঠকে মূল অ্যাজেন্ডাই ছিল মহিলাদের সুরক্ষা। বৈঠক শেষে নারী সুরক্ষায় নয়া অ্যাপের কথাও ঘোষণা করেন পার্থ৷
জেলাশাসক, জেলা পরিষদের সভাপতি, বারাকপুরের পুলিশ কমিশনার মহকুমাশাসক, একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের সভাপতি-সহ প্রশাসনিক আধিকারিক এবং সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে ওই বৈঠকের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ৷ সেখানেই ‘সরাসরি সাংসদ’ অ্যাপ লঞ্চ করেন তিনি। পার্থ বলেন, ‘‘এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের কথা জানাতে পারবেন। নাগরিক পরিষেবা, রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সংক্রান্ত বিষয়ে মন্তব্যও করতে পারবেন।’’