১০ বছর ধরে কিনেছেন একের পর এক সম্পত্তি, পার্থ-অর্পিতা সম্পর্ক নিয়ে কী বলছে ইডি?

১০ বছর ধরে কিনেছেন একের পর এক সম্পত্তি, পার্থ-অর্পিতা সম্পর্ক নিয়ে কী বলছে ইডি?

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি। বর্তমানে সংবাদের শীর্ষে এখন এই দুটি নাম। প্রসঙ্গত এই অর্পিতা মুখার্জির দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকেই শুক্রবার রাতে বেনজিরভাবে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। প্রাক্তন এই মডেল তারকা আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বিশেষ’ বান্ধবী। ফলে এসএসসি দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি স্বাভাবিকভাবেই নাম জড়িয়েছে অর্পিতার। কি সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। এ বিষয়ে মুখে কুলু এঁটেছেন পার্থ এবং অর্পিতা দুজনেই। তবে এর মধ্যেই ইডি আধিকারিকদের দাবি, দশ বছর ধরে ‘সম্পর্ক’ পার্থ এবং অর্পিতার। কারণ ২০১২ সাল থেকেই যৌথভাবে বহু সম্পত্তির মালিক তারা। এক্ষেত্রে ইডি আধিকারিকদের মন্তব্য, কারো সাথে ঘনিষ্ঠ এবং অত্যন্ত সুসম্পর্ক না থাকলে একসঙ্গে যৌথ সম্পত্তি কেউ কিনতে পারেন না। শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের নামে শান্তিনিকেতনের তিনটি বাড়ির ও খোঁজ মিলেছে, যার মধ্যে আবার একটির নাম ‘অপা’। অনেকেরই মত অর্পিতা এবং পার্থের নামের আদ্যাক্ষর মিলিয়েই ওই বাড়ির নামকরণ হয়েছে।

 আপাতত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই ইডির হেফাজতে। মঙ্গলবার তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের জেরা করার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। মঙ্গলবার ভোরে পার্থ চট্টোপাধ্যায়কেও ভুবনেশ্বর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং সরাসরি তাঁকে ইডির ওই দপ্তরেই নিয়ে যাওয়া হয়েছে। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ইডির পক্ষে ভারচুয়ালি সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। আবেদনে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় যৌথভাবে সম্পত্তি কিনেছিলেন। ফলে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ও সুসম্পর্ক স্পষ্ট। সুসম্পর্ক না থাকলে ২০১২ সালে দু’জন একসঙ্গে এভাবে এত সম্পত্তি কিনতে পারতেন না।

অন্যদিকে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পাল্টা যুক্তি ছিল দুজনের মধ্যে যোগাযোগ অবশ্যই রয়েছে, কিন্তু সেটা ফোনে। পার্থবাবুর আইনজীবী এদিন অর্পিতাকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘জুনিয়র’ বলে মন্তব্য করেন। তাঁর কথায় পার্থবাবুর জুনিয়রের কাছে কিছু টাকা এবং সম্পত্তি থাকতেই পারে, কিন্তু সেই টাকা কিংবা সম্পত্তি যে পার্থ চট্টোপাধ্যায়েরই হতে হবে তার কোন মানে নেই। জানা যাচ্ছে এই বিষয়ে সওয়াল জবাব করতেই আজ অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসানোর পরিকল্পনা রয়েছে ইডি আধিকারিকদের। বাকি জেরা তাঁদের একসঙ্গে বসিয়েই করা হবে বলে ইডি সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =