পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, পুজোর আগেই কি জেলমুক্তি?

কলকাতা: পুজোর মরশুমে স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর…

Partha Chatterjee Conditional Bail

কলকাতা: পুজোর মরশুমে স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করলেন। তবে কি পুজোর আগেই জেল মুক্তি?

জেলমুক্তি কবে?

না৷ জামিন মিললেও আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী৷ এর পেছনে রয়েছে শীর্ষ আদালতের একটি নির্দেশ। যেসব মামলায় পার্থের বিরুদ্ধে এখনও চার্জ গঠন হয়নি, সেই মামলাগুলিতে আগে চার্জ গঠন সম্পন্ন হতে হবে৷ সেই সঙ্গে সাক্ষীদের বয়ান নেওয়াও শেষ হতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার একমাসের মধ্যেই জেলমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পার্থ বাইপাস এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন, মাসখানেকের মধ্যে তাঁর বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিন বিচারপতি একাধিক শর্তে পার্থর জামিন মঞ্জুর করেছে৷ নির্দেশে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট জমা রাখা বাধ্যতামূলক৷ তিনি সাক্ষীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এছাড়াও, কোনও ভাবেই তিনি মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন না, আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না এবং কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না।

ইডি ও সিবিআই-এর হাতে গ্রেফতার Partha Chatterjee Conditional Bail

এর আগে ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ইডি গ্রেফতার করে। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়,বিপুল অঙ্কের সোনাদানা বাজেয়াপ্ত করা হয়। পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলায় নাম জড়ানোর পর, বিভিন্ন মামলায় তিনি জামিনও পেয়েছেন। তবে সিবিআইয়ের মামলায় জামিন আটকে ছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, তিন বছরের বেশি জেলে থাকার পর পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি এখন সময়ের অপেক্ষা মাত্র।

Bengal: Relief for former Bengal Education Minister Partha Chatterjee! Calcutta High Court grants him conditional bail in the primary teacher recruitment case. Jail release is delayed due to SC conditions requiring charge framing and witness testimony completion before release within one month.