কলকাতা: নিয়োগ কাণ্ডের তদন্তে তিনি বহু মাস হল গ্রেফতার হয়েছেন কিন্তু অন্য কারণ কারণ দেখিয়ে তো দূর, শারীরিক অসুস্থতার কথা বলেও এখনও পর্যন্ত জামিন পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর আইনজীবী বারংবার জানিয়েছেন যে, তাঁর মক্কেল অসুস্থ। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু তেমনটা মনে করেনি আদালত। এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের এজলাসে দাঁড়িয়ে আবার এই প্রসঙ্গ তুললেন খোদ পার্থ। বড় অভিযোগ করে বিচারকের দিকে প্রশ্ন ছুঁড়ে জানতে চাইলেন, তিনি মরে গেলে বিচার হবে কী ভাবে?
মঙ্গলবার আদালতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, তিনি অসুস্থ কিন্তু জেলে সঠিক সময়ে চিকিৎসা হচ্ছে না। এই অবস্থায় চিকিৎসা না হওয়ার কারণে যদি তাঁর মৃত্যু হয়, তবে বিচার কী ভাবে হবে? আগে এজলাসে পার্থর আইনজীবী বিচারককে নিজের মক্কেলের অসুস্থতার কথা বলছিলেন। তখনই নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এমন প্রশ্ন করেন পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কী সমস্যা হচ্ছে তাও জানান তিনি। বলেন, অসুস্থতার কথা জেল সুপার হাসপাতালকে লিখে দিচ্ছেন। হাসপাতাল তার উত্তর দিচ্ছে অন্তত ১০ দিন পর। এইভাবে চিকিৎসা কী ভাবে হবে, তা নিয়েই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পার্থ চট্টোপাধ্যায়ের বই পড়ে ছুটি কাটাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!” width=”853″>
পার্থর কথা শুনে বিচারক বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে আগে কিছুই জানা ছিল না তাঁর, এই প্রথম তাঁর কাছ থেকে শুনছেন তিনি। তাই কী করা যায়, বিচারক দেখবেন বলেই আশ্বস্ত করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে ইডি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। একই মামলায় গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।