কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আজও অধরা। বৃহস্পতিবার আলিপুর আদালত তাঁকে এবং আরও ১২ জনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছেন পার্থ, ফল মেলেনি। আজও মিলল না। এদিকে আবার নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে নিয়েও মুখ খুলেছেন তিনি। পাশাপাশি নিজেকে নির্দোষ বোঝাতে বড় মন্তব্য করেছেন পার্থ।
আরও পড়ুন- নওশাদদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের প্রমাণ নেই! এই যুক্তিতেই জামিন
বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ। সেই চত্বরে তাঁকে বলতে শোনা যায়, কুন্তল ঘোষ বলে কাউকে তিনি চেনেন না। একই সঙ্গে তাঁর এও দাবি, নিয়োগে মন্ত্রীর কোনও ভূমিকা থাকে না। দুর্নীতিতে তাঁর নাম জড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু তিনি নিয়োগ কর্তা ছিলেন না। মূলত পার্থ চট্টোপাধ্যায় এদিন আবার নিজেকে নির্দোষ বলে বোঝাতে চেয়েছেন। যদিও এদিনও জামিনের আবেদন করেছিলেন পার্থর আইনজীবী। কতদিন তাঁর মক্কেলকে জেলে রাখা হবে তা নিয়ে যেমন জানতে চান, অন্যদিকে সিবিআইয়ের তদন্ত প্রকৃতি নিয়েও সওয়াল করেন। তাতে অবশ্য বিশেষ কিছু লাভ হয়নি। জামিন পাননি পার্থ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তৃণমূল গড়ে ভোটব্যাঙ্কে ধস! TMC trailing behind in Sagardighi bypolls” width=”560″>
তবে প্রাক্তন মন্ত্রী আদালত চত্বরে যা মন্তব্য করেছেন তা নিয়ে চর্চা। পার্থ দাবি করেন, নিয়োগ সংস্থা এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বাধীন বোর্ড। মন্ত্রী হিসেবে নিয়োগে কোনও যোগ থাকে না। এক্ষেত্রে অবশ্যে সিবিআই এবং ইডি দুই তদন্তকারী সংস্থাই পার্থর বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা বলেছে। তাঁর কাছেও যে নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে, এও দাবি করা হয়েছে।