কলকাতা: নিয়োগ কাণ্ডে তো তিনি নিজেকে বারংবার নির্দোষ বলেই দাবি করেছেন। কিন্তু কয়েকদিন আগে বিরোধী দলের একাধিক নেতার নাম নিয়ে পার্থ চট্টোপাধ্যায় যে দাবি করেছিলেন তা নিয়ে শোরগোল হয়েছে। পার্থর মুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের নাম। দাবি ছিল, এঁরা সকলেই তাঁর কাছে চাকরির জন্য সুপারিশ করেছিলেন। সেই দাবিকে নস্যাৎ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাল্টা দাবি ছিল, এটি দুর্বল চিত্রনাট্য। পার্থ চট্টোপাধ্যায় অন্যের শেখানো বুলি আওড়েছেন। এদিন আদালত চত্বরে সেই ইস্যুতে ফের মুখ খুলে শুভেন্দুকে একহাত নিলেন পার্থ।
আরও পড়ুন- অনেকের নম্বর কমিয়ে শূন্য করা হত! বাম আমলকে বিঁধলেন প্রাক্তন সিপিএম নেতাই
বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছিল পার্থকে। সেখান থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের পড়ে শুভেন্দু অধিকারীর ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তাঁকে কিছু শেখাতে হয় না কাউকে। তিনি কারোর কথা শুনে তারপর মন্তব্য করেন না। পার্থ এও বলেন, শুভেন্দু অধিকারী যা বলেছেন তা অসত্য ভাষণ, বাস্তববিহীন এবং তথ্যনির্ভর কথা নয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্পষ্ট দাবি, তিনি নিজের বিদ্যা, বুদ্ধি এবং রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই কথা বলেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অতীতেও অনশন-ধর্না দলনেত্রী মমতার! Glance into Mamata Banerjee’s political protests in history” width=”560″>
আসলে রাজ্যের বিরোধী দলনেতার দাবি ছিল, তাঁর এবং বাকিদের নাম যে পার্থ চট্টোপাধ্যায় নিয়েছেন তা আসলে ‘দুর্বল চিত্রনাট্য’, জেলের সুপারের সঙ্গে পরামর্শ করেই নাকি সেগুলি বলা হয়েছে। তাঁর দাবি, প্রেসিডেন্সি জেলের সুপার তাঁকে সব ‘শিখিয়ে পড়িয়ে’ বলতে পাঠিয়েছিলেন। বিরোধী দলনেতার সেই অভিযোগের জবাবই এদিন দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন
