হুইল চেয়ারে বসে SSKM হাসপাতালে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

হুইল চেয়ারে বসে SSKM হাসপাতালে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। কিন্তু, দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।  সোমবার ফের এমপি-এমএলএ কোর্টে উঠবে এই মামলা৷ 

আরও পড়ুন- পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতেন না, মন্তব্য ফিরহাদের

এদিকে,আদালতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন শিল্পমন্ত্রী৷ ব্যাঙ্কশাল আদালত থেকে বার করে তাঁকে সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ার বসে হাসপাতালে পৌঁছন মন্ত্রী। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। 

এদিকে, এই ঘটনায় শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য।