রক্ষাকবচ পেলেন না পার্থ, ফের ডিভিশন বেঞ্চে ধাক্কা

রক্ষাকবচ পেলেন না পার্থ, ফের ডিভিশন বেঞ্চে ধাক্কা

কলকাতা: আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  রক্ষাকবচের আর্জি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল, প্রয়োজনে তাঁকে সিবিআই হেফাজতের নিতে পারবেন আধিকারিকরা। প্রসঙ্গত, পার্থের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তার জন্যই আর্জি পেশ করা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। একই সঙ্গে আদালতের কাছে আইনজীবীদের আবেদন ছিল, সিবিআই যেন পার্থকে হেফাজতে না নেয়। কিন্তু পার্থের আইনজীবীর এই আর্জি খারিজ করেছে আদালত।

বুধবারের পর শুক্রবার সকালে ফের সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের নির্দেশ মেনে পার্থ নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে যান। শুক্রবার ফের টানা তিন ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। অন্যদিকে নিজাম প্যালেসে যখন সিবিআই আধিকারিকদের মুখোমুখি পার্থ, ঠিকই তখনই শুক্রবার তার মামলার শুনানি ছিল আদালতে। সেখানেই পার্থর আইনজীবী জানান, একক বেঞ্চে যে রায়ে পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছে তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। একইসঙ্গে মন্ত্রীত্ব ছাড়ার ব্যাপারে যে পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেটাও বাদ দেওয়ার আবেদন জানান পার্থের আইনজীবী। কিন্তু  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ  প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই আবেদন খারিজ করে দেয়। অর্থাৎ গলার কাঁটা হিসেবে সিবিআই হেফাজতের ভয় পার্থর গলায় ঝুলেই রইল।

অন্যদিকে জানা যাচ্ছে, শুক্রবার সিবিআই আধিকারিকরা SSC-এর নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক প্রশ্ন করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগের ক্ষেত্রে কেন এমন অস্বচ্ছতা, শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি এই বিষয়ে কিছু জানতেন কিনা এবং হঠাৎ কেন নিয়োগের ক্ষেত্রে বিশেষ কমিশন গঠন, এই সমস্ত একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শেষে শুক্রবার দুপুর দুটো নাগাদ নিজাম প্যালেস থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়  এবং সরাসরি নাকতলায় নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =