কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে নিয়ে আসা হয়েছে কলকাতায়৷ বিমানবন্দর থেকে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে৷ গোটা সিজিও কমপ্লেক্স ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷ এদিকে তাঁকে নিয়ে জোর চর্চা দলের অন্দরেও৷ সোমবার নজরুল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, যদি দোষ প্রমাণ হয়, তাহলে যাবজ্জীবন হলেও আই ডোন্ট মাইন্ড। মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকরা পার্থকে এ প্রসঙ্গে জানতে চাইলে, তিনি সোজাসুজি বলেন, ‘ঠিক বলেছেন’।
গতকাল মমতা বলেন, ‘ আমি চাই সত্যের বিচার হোক। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড। যদি কেউ চোর হয়, ডাকাত হয়, তৃণমূল কংগ্রেস রেয়াত করে না। আমি নিজেদের ছেলেদের গ্রেফতার করিয়েছি। অন্যায় করলে আমি নিজের এমএলএ-এমপি, মন্ত্রীদেরও রেয়াত করি না। যদি কেউ খারাপ কাজ করেন, বিচারে তাঁকে যতই চরম শাস্তি দিক না কেন, আমাদের কেউ এই বিষয়ে নাক গলাবে না। আমি জীবনে যা করিনি, তা আমি করব না।’
এদিন কলকাতা বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, নেত্রী সত্যের বিচার চেয়েছেন। আপনি কি বলবেন? জবাবে পার্থ বলেন, ‘ঠিক বলেছেন’। এরপর অবশ্য তাঁকে আর কোনও কথা বলতে দেননি ইডির আধিকারিকরা। বিমানবন্দর থেকে পার্থকে নিয়ে সোজা সল্টলেক সিজিও কমপ্লেক্সে ঢুকে যায় ইডির গাড়ি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>