হাসপাতাল থেকে উধাও রোগী, চাঞ্চল্য মালদহে, প্রশ্নের মুখে নিরাপত্তা

হাসপাতাল থেকে উধাও রোগী, চাঞ্চল্য মালদহে, প্রশ্নের মুখে নিরাপত্তা

মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা চলাকালীন এক রোগী নিখোঁজ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রবিবার সকালে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার মালদা জেলার হবিবপুর থানা আকতল গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার পরিমল রায় বয়স(৬০) বছরের এক বৃদ্ধকে শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে। ভর্তির পর থেকেই অনেকটা সুস্থ হয়েছিল ওই রোগী। অন্যান্য দিনের মতো রোগীর পাশে রাতে ঘুমিয়ে ছিল পরিবারের আত্মীয় বলাই মণ্ডল।

শনিবার গভীর রাতে দেখতে পায় তার পাশে তাদের রোগী নেই। শুরু হয় গোটা রাত ধরে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি। রবিবার সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করে এখনও পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া রোগীর কোনও সন্ধান পায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ফলে তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের৷

এই বিষয়ে রোগীর আত্মীয় বলাই মণ্ডল জানান যে তার রোগী ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অনেকটা সুস্থ হয়েছিল। কিন্তু গতকাল রাতে হঠাৎই দেখতে পান তার পাশে রোগী নেই। আমরা কর্মরত চিকিৎসক ও নার্স দিদিদের বিষয়টা জানাই। এরপর সারারাত ধরে খোঁজাখুঁজি করি৷ কিন্তু কোনও খোঁজ মেলেনি৷ স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন৷ রোগীর পরিজনেরা বলেন, ‘‘মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চারিপাশে রয়েছে চারিপাশে নিরাপত্তারক্ষী। কিভাবে রোগী বেরিয়ে গেল আমরা বুঝে উঠতে পারছি না৷ হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =