ভোট পড়ছে না ভবানীপুরে, মানুষ ভোট বয়কট করেছে, দাবি শ্রীজীবের

ভোট পড়ছে না ভবানীপুরে, মানুষ ভোট বয়কট করেছে, দাবি শ্রীজীবের

কলকাতা:  ভবানীপুরে সকাল থেকে ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভাবেই৷ উত্তেজনার আঁচ সে অর্থে নেই৷ তাই দলীয় একটি বুথে বসে পড়লেন সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ সকাল থেকে বেশ কয়েকটি বুথে অবশ্য তিনি গিয়েছেন৷ কথা বলেছেন প্রিসাইডিং অফিসারদের সঙ্গেও৷ তবে ভবানীপুরে বড় কোনও অভিযোগ বা গন্ডোগোল নেই৷ সে কারণেই হয়তো একজন প্রার্থীর পক্ষে এই ভাবে বসে থাকা সম্ভব! 

আরও পড়ুন- বাড়ল প্রিয়াঙ্কার নিরাপত্তা, হবে প্রতি মুহূর্তের ভিডিওগ্রাফি, না-খুশ দিলীপ

শ্রীজীব অবশ্য বলেন, সকাল থেকে অনেকগুলো বুথেই ঘুরেছি৷ যে ভাবে ভোটিং হচ্ছ, সকাল থেকে যা ভোটের হার, তা থেকে স্পষ্ট যে মানুষ উপনির্বাচনকে ভালো চোখে নেয়নি৷ পোলিং পার্সেন্টেজ দেখে বোঝা যাচ্ছে মানুষ ভোট বয়কট করেছে৷  তবে দেখা গিয়েছে যে কোনও উপনির্বাচনেই ভোটের হার কিছুটা কম থাকে৷ যদিও শ্রীজীবের কথায়, ভবানীপুর এবার সকলের ফোকাসে ছিল৷ যে ভাবে ভোটের প্রচার হয়েছে, যে ভাবে ভবানীপুরে টিআরপি ছিল, তার প্রেক্ষিতে ভোটের হার দেখে মনে হচ্ছে মানুষ ভোট প্রত্যাখ্যান করছে৷ এটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন৷ মুখ্য সচিব পর্যন্ত এটা সাংবিধাকনিক সংকট বলে লিখে দিয়েছিলেন৷ তাঁর কথায়, মানুষ আমাদের পক্ষে দিক বা বিপক্ষে আমরা চাইব মানুষ ভোট দিক৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =