কলকাতা: নিয়োগে বেনিয়মের অভিযোগ৷ প্রাথমিকে আরও ১০ হাজার শিক্ষকের চাকরি বাতিলের আর্জি জমা পড়ল কলকাতা হাই কোর্টে। অভিযোগ, চাকরির শর্ত পূরণ না করেই দীর্ঘদিন ধরে তাঁরা ‘অস্থায়ী শিক্ষক’ হিসাবে চাকরি করছেন। কিন্তু, সুপ্রিম কোর্টের সম্প্রতিক নির্দেশে তাদের সেই অস্থায়ী চাকরি থাকার কথা নয়। এই মর্মেই ওই দশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের আর্জি জানানো হয়েছে উচ্চ আদালতে। আগামী বুধবার এই মামলার শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
ওই প্রাথমিক শিক্ষকরা সকলেই বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। তবে প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় ডিএলএড ডিগ্রি তাঁদের কাছে নেই। সাধারণত উচ্চপ্রাথমিক তার উপরের স্তরের স্কুলে চাকরির জন্য লাগে বিএড প্রশিক্ষণ থাকাটা আবশ্যক। কিন্তু, ২০১৮ সালে জাতীয় শিক্ষণ পর্ষদ একটি নতুন নিয়ম আনে৷ সেই নিয়ম অনুযায়ী, প্রাথমিকেও অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় বিএড প্রশিক্ষিতদের৷ তবে শর্ত ছিল, চাকরি পাওয়ার এক বছরের মধ্যে ওই প্রার্থীদের একটি ছ’মাসের ব্রিজ কোর্স করতে হবে। মামলাকারীদের অভিযোগ, এই ১০ হাজার প্রাথমিক শিক্ষক সকলেই বিএড প্রশিক্ষিত৷ কিন্তু, নিয়ম মেনে তারা ব্রিজ কোর্স করেননি। ফলে জাতীয় শিক্ষণ পর্ষদের নিয়মা মাফিক তাঁরা প্রাথমিকের শিক্ষকের যোগ্য নন।