মধ্যবিত্তের পকেটে জ্বালানি ছ্যাঁকা, সেঞ্চুরির পথে পেট্রোল, ডিজেল ৯০ ছুঁই ছুঁই

মধ্যবিত্তের পকেটে জ্বালানি ছ্যাঁকা, সেঞ্চুরির পথে পেট্রোল, ডিজেল ৯০ ছুঁই ছুঁই

কলকাতা: মধ্যবিত্তের পকেটে জ্বালানির ছ্যাঁকা৷ আরও মহার্ঘ্য হল জ্বালানি৷ গতকালই ৯৫ টাকা পার করেছিল পেট্রোল৷ সেখান থেকে আরও ২৬ পয়সা বেড়ে সোমবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ৯৫ টাকা ২৮ পয়সায়৷ ডিজেলের দাম পেরলো ৮৯ টাকা৷ আজ ২৭ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম৷ কলকাতায় প্রতি লিটার ডিজেল ৮৯.০৭ টাকা৷ একদিকে সেঞ্চুরির পথে পেট্রোল৷ অন্যদিকে ৯০ ছুঁই ছুঁই ডিজেল৷

আরও পড়ুন- গুরু দায়িত্ব নিয়েই গুরুজন প্রণাম, আশীর্বাদ নিতে তিন নেতার বাড়িতে অভিষেক

গতকাল কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল যথাক্রমে ২৬ পয়সা ও ২৯ পয়সা৷ এদিকে বাণিজ্য নগরী মুম্বই, রাজস্থান ও মধ্যপ্রদেশের সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোল৷ করোনা আবহে সাধারণ মানুষের যখন দিশেহারা অবস্থা তখন নিয়ম করে দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি৷ আজকের হিসাব ধরলে শুধু জুন মাসেই পেট্রোলের দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা৷ আর ডিজেলের দাম বেড়েছে ১ টাকা ৭ পয়সা৷ 

করোনা পরিস্থিতিতে আমাদের রাজ্যে কার্যত লকডাউন জারি করা হয়েছে৷ বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন ও বিধিনিষেধ৷ বন্ধ রয়েছে বাস-ট্রেন৷ এই অবস্থায় যাঁদের নিজের পকেটের টাকা খরচ করে স্কুটার বা বাইকে চেপে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, তাঁদের কাছে দুর্বিসহ হয়ে উঠছে জ্বালানির দাম৷ পাম্প মালিকরা বলছে, আগে দাম বৃদ্ধি পেলে তাঁর কারণ ও মূল্য জানিয়ে ব্রেকআপ পাঠাত তেল সংস্থাগুলি৷ তবে এখন তা বন্ধ হয়েছে৷ তাই কোনও কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 1 =