কলকাতা: সম্পত্তি বৃদ্ধি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে তৃণমূলের তাবড় তাবড় নেতার৷ এবার নজরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি৷ গত কয়েক বছরে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এই তরুণজ্যোতি আবার বিজেপির আইনজীবী সেলেরও সদস্য৷ আগামী সপ্তাহে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা৷
আরও পড়ুন- দলের একটা অংশ পচে গিয়েছে, এভাবে বান্ধবীর জন্য ফ্ল্যাট-গয়না! গা শিরশির করে, বিস্ফোরক জহর
মামলাকারীর অভিযোগ, ২০১১ সালে রাজ্যে পালাবদলে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ এর পর থেকেই মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের কিছু সদস্য বিভিন্ন সময় যে সরকারি হলফনামা পেশ করেছেন, তা থেকেই বিষয়টি স্পষ্ট৷ এই মামলায় উঠে এসেছে কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম৷ যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। মামলাকারীর দাবি, চলতি বছর কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী হিসাবে কাজরী তাঁর হলফনামায় যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ নয়৷ এ ক্ষেত্রে মামলাকারী দু’টি সংস্থার নাম উল্লেখ করেছেন৷ বলা হয়েছে, এই দুটি সংস্থার পাশাপাশি এমন অনেক সংস্থায় কাজরী ও তাঁর স্বামীর নাম নথিভুক্ত রয়েছে যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। কাজরী তাঁর দেওয়া হলফনামায় দাবি করেছিলেন, তিনি এবং তাঁর স্বামী সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও এত বিপুল পরিমাণ আয়ের উৎস কী? তা নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারী৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, হলফনামায় তাঁদের ছেলের সম্পত্তির কোনও উল্লেখ করেননি কাজরী৷
তরুণজ্যোতির আরও দাবি, রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রারের থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, একাধিক সরকারি সম্পত্তি বাজারদরের চেয়ে অনেক কম টাকায় কিনেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। তাঁর দাবি, অধিকাংশ সম্পত্তিই কেনা হয়েছে ২০১৩ সালের পর৷ তাৎপর্যপূর্ণ ভাবে ওই বছরই রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)