মনোনয়নের দিন বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা, অনুমতি দিল হাইকোর্ট

মনোনয়নের দিন বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা, অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর মনোনয়ন পর্বও শেষ হয়েছে। যদিও মনোনয়নের দিন বাড়ানোর জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। শেষে একদিন বাড়ানো হয় রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কিন্তু এই ইস্যুতে আবার জনস্বার্থ মামলা দায়ের হল। আরও অন্তত একদিন বৃদ্ধি করা হোক মনোনয়নের দিন, এমনটাই দাবি জানান হয়েছে।  

কলকাতা হাইকোর্টে মামলাকারীর অভিযোগ, মিনাখা, হাড়োয়া, হাওড়া, বসিরহাট, বারাসত সহ একাধিক জায়গায় বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি। তাই আরও অন্তত একদিন বৃদ্ধি করা হোক মনোনয়নের দিন। পাশাপাশি প্রার্থীদের পুলিশি নিরাপত্তা সংক্রান্ত আদালতের নির্দেশ থাকলেও তা পালন করা হয়নি বলেও অভিযোগ জানান হয়েছে। এই প্রেক্ষিতেই জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার শুনানির সম্ভাবনা এই মামলার।