ফোন করে প্রধানমন্ত্রী এখনও শুভেচ্ছা জানাননি, নিজেই জানালেন মমতা

ফোন করে প্রধানমন্ত্রী এখনও শুভেচ্ছা জানাননি, নিজেই জানালেন মমতা

কলকাতা: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য বাংলায় সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের ফল নিয়ে ইতিমধ্যেই একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব মমতাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। ফোন করেছেন দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাবের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে ফোন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা নিজেই জানিয়েছেন ‘দিদি’। তাঁর মন্তব্য, অনেকে ফোন করলেও প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেননি, হয়তো ব্যস্ত।

ফোন না করলেও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত ফোনালাপ হয়নি তাঁদের দুজনের মধ্যে। এই প্রসঙ্গেই মমতা আজ কালীঘাটে সাংবাদিকদের সামনে বলেন, ”এই প্রথম দেখলাম কোনও প্রধানমন্ত্রী ফোন করলেন না। আমি অবাক হয়েছি।” উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছিলেন, ”তৃণমূল কংগ্রেস এবং মমতাদিদিকে অভিনন্দন বাংলা জেতার জন্য। কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে মিলে কাজ করে যাবে আর করোনাভাইরাস সঙ্কট থেকে সহজে মুক্তি পাব আমরা”। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।   

 

প্রসঙ্গত, আগামী ৫ মে, বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরের দিন, অর্থাৎ ৬ মে থেকে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিধান সভার স্পিকার৷ এই পদের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানান,  নির্বাচিত প্রতিনিধিরা সকলে সর্বসম্মতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করেছেন৷ তিনি বলেন, শারীরির প্রতিবন্ধকতা নিয়ে হুইল চেয়ারে বসেই বাংলার মানুষকে রক্ষা করার জন্যে সংগ্রাম চালিয়েছেন তিনি৷ দৃঢ় চিত্তে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করেছেন৷ এর জন্য পরিষদীয় দলের তরফে তাঁকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =