আলিপুরদুয়ার: বাংলার মাটিতে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, দুর্নীতি শুধু টাকার লেনদেন নয়, এটা ভবিষ্যতের হত্যাকারী৷
বিস্ফোরক মন্তব্য মোদীর
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্য সরকার এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “দুর্নীতির সবচেয়ে ক্ষতিকারক প্রভাব পড়ে যুব সমাজের উপর। গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলিকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়।”
প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে হাজার হাজার শিক্ষকের জীবন ধ্বংস হয়েছে। “তাদের পরিবার, সন্তানরা আজ ভবিষ্যতের অন্ধকারে। কয়েক হাজার নয়, লক্ষ লক্ষ গরিব ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা। পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করা হচ্ছে। এটা শুধু দুর্নীতি নয়, এটা ভবিষ্যত হত্যা।”
তৃণমূল নেতারা বড় পাপ করেছে PM Modi Corruption Attack
তিনি আরও বলেন, “তৃণমূল নেতারা এত বড় পাপ করেছে, অথচ এখনও নিজেদের ভুল স্বীকার করছে না। উল্টে দেশের আদালতকে দোষী বলছে—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের প্রতি চরম অবমাননা।”
কী এই নিয়োগ দুর্নীতি?
২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে শিক্ষক নিয়োগে একাধিক অনিয়ম ধরা পড়ে। বেতনভুক ও অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ, সুপারিশপত্র ভিত্তিক নাম তালিকাভুক্তি, এবং পরীক্ষা পদ্ধতিতে অনিয়মের অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই ও ইডি। তদন্তে বিপুল সম্পত্তি ও নগদ টাকার হদিস মেলে একাধিক তৃণমূল নেতার বাড়িতে। গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক SSC ও WBBPE আধিকারিক।
আদালতের নির্দেশ ও রাজ্য সরকারের অবস্থান
কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বহু অবৈধ নিয়োগ বাতিল করেছে। সুপ্রিম কোর্টও হাই কোর্টের রায় বহাল রেখে গোটা প্যানেল বাচিল করে দিয়েছে৷ এই রায়কে ঘিরেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সম্প্রতি আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা কেন্দ্রীয় নেতৃত্বের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
Bengal: PM Modi intensified his attack on the Bengal teacher recruitment scam from Alipurduar, calling it a “future killer” that devastates youth. He slammed the TMC government for destroying education, accusing them of denying corruption and disrespecting courts.