কলকাতা: সকাল থেকেই শহর জুড়ে উৎসবের আমেজ৷ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুভ সূচনা হয় সম্প্রসারিত কলকাতা মেট্রো লাইনের৷ সবুজ পতাকা নাড়িয়ে নয়া রুটের উদ্বোধন করেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও শান্তনু ঠাকুর। উদ্বোধনের সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তের যাত্রীদের জন্য মেট্রো-যাত্রা শুরু হবে, পরে অনুষ্ঠিত হবে বিশেষ জনসভা।
আবেগঘন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকলেও, তিনি যাননি৷ বরং সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করে লেখেন, মেট্রোর এই দিনটি তার জন্য গভীর নস্টালজিক অনুভূতি জাগাচ্ছে। তিনি বলেন, “দেশের রেলমন্ত্রী হিসেবে আমি কলকাতার মেট্রো রেলের করিডোর পরিকল্পনা ও অনুমোদনের কাজের সঙ্গে যুক্ত হয়েছি। ব্লুপ্রিন্ট তৈরি করেছি, তহবিলের ব্যবস্থা করেছি, কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি শহরের বিভিন্ন প্রান্ত—জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ—একটি আন্তঃনগর মেট্রো গ্রিডের মাধ্যমে সংযুক্ত হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রকল্পগুলির বাস্তবায়নে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। রাজ্য থেকে বিনামূল্যে জমি সরবরাহ, পাকা রাস্তা নির্মাণ এবং বাস্তুহারদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা যেন না থাকে তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছি। আমাদের মুখ্যসচিবরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ধারাবাহিক সমন্বয় বৈঠক করেছেন। রেলমন্ত্রী হিসেবে আমার পরিকল্পনার বাস্তবায়ন এই প্রকল্পকে পরিপূর্ণতা দিয়েছে। মেট্রোর পরিকাঠামো সম্প্রসারণ আমার দীর্ঘ যাত্রার অংশ, আজ সেই স্মৃতিগুলোকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরছি।”
অন্যান্য প্রকল্পেরও শুভ সূচনা PM Modi inaugurates Kolkata Metro
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আগেই জানিয়েছে, প্রধানমন্ত্রী শুক্রবার কলকাতায় ৫২০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। জনসভা শুরুর আগে সেন্ট্রাল জেল ময়দানে প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করবেন। ৭.২ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণে বরাদ্দ হয়েছে ১২০০ কোটি টাকা।
Bengal: Prime Minister Narendra Modi inaugurated the expanded Kolkata Metro line, a project that was originally planned by Chief Minister Mamata Banerjee during her tenure as Railway Minister. The historic event saw Modi flag off the new route, while Banerjee shared a nostalgic post on social media.










