তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাতিল বিষপান করা শিক্ষিকাদের বদলির নির্দেশ

তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাতিল বিষপান করা শিক্ষিকাদের বদলির নির্দেশ

কলকাতা:  তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিষপান করা শিক্ষিকাদের বদলি বাতিল৷ বাড়ি থেকে দূরের জেলায় বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষপান করেছিলেন পাঁচ শিক্ষিকা৷ পরে ওই পাঁচ শিক্ষিকা সহ আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ শাসকদলে যোগ দিতেই বাতিল হল তাঁদের বদলির নির্দেশ৷ 

আরও পড়ুন- পিকনিক থেকে ফিরে ঘরবন্দি, উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ

গত অগাস্ট মাসে বিকাশ ভবনের সামনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পাঁচ শিক্ষিকা৷ বদলির প্রতিবাদে তাঁরা বিষপান করেছিলেন৷ সেখান থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ৷ যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর৷ ওই পাঁচ শিক্ষিকা সহ গোটা সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ পরে ডায়মন্ড হারবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন৷

আন্দোলনকারীদের মূল দাবি ছিল, তাঁদের দূরবর্তী জেলায় বদলি করা হয়েছে৷ সেই নির্দেশ প্রত্যাহার করতে হবে৷ বিভিন্ন জায়গায় চলছিল তাঁদের আন্দোলন৷ সবশেষে বিকাশ ভবনের সামনে  বিষপান করেন শিশু-মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৫ শিক্ষিকা৷ 

আজ স্কুল শিক্ষা দফতরের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাতে বিষপানকারী ওই ৫ শিক্ষিকা সহ ৭ জনের বদলির নির্দেশ বাতিল করা হয়েছে৷  শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামের বদলির সিদ্ধান্তও বাতিল করা হয়েছে৷ উত্তরবঙ্গের একটি স্কুলে বদলি করা হয়েছিল মইদুলকে৷  

সরকারের যুক্তি, গোটা বিষয়টির জন্য তারা ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন৷ তার ভিত্তিতেই বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে৷ অনেকেই বলছেন, রাস্তা থেকে রাজভবনের সামনে, কালীঘাটে, বিকাশ ভবনে তাঁরা আন্দোলন করেছিলেন৷ বদলির নির্দেশ প্রত্যাহারের জন্য বিকাশ ভবনের সামনে বিষপানও করেন৷ কিন্তু তাঁরা তৃণমূলে যোগদান করার পরেই তাঁদের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়৷ সেই মর্মে আজ নোটিশও বেরিয়েছে৷ মোট ২৬ জনকে বদলি করা হয়েছিল৷ এর মধ্যে ৭ জনের বদলি প্রত্যাহার করা হয়েছে৷ আগামী দুই-একদিনের মধ্যেই আরও কয়েকজনের বদলির নির্দেশ প্রত্যাহার করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =