পুলিশ তৃণমূলকে সমর্থন করছে! ভাঙড় মিছিল মামলায় অভিযোগ, হলফনামার নির্দেশ

পুলিশ তৃণমূলকে সমর্থন করছে! ভাঙড় মিছিল মামলায় অভিযোগ, হলফনামার নির্দেশ

কলকাতা: ভাঙড়ে ৩০ জানুয়ারি মিছিল করতে চেয়েছিল আইএসএফ। কিন্তু তাঁদের বক্তব্য, ১৪৪ ধারা জারি আছে বলে সেই মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু অভিযোগ, ৮ ফেব্রুয়ারি তৃণমূল মিছিল করে ওই এলাকায়। কেন এমন দ্বিচারিতা করা হবে সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। এই মামলার এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, এসডিও দ্বারা ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও রাজনৈতিক দলকেই ওখানে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।    

আরও পড়ুন: পার্থদা হলে করতেন কি? পুলিশকে প্রশ্ন ছুড়লেন নওশাদ

এজি’র বক্তব্যের সঙ্গে স্বাভাবিকভাবেই আইএসএফ-র বক্তব্য মিলছে না। তারা জানায়, গত ৮ তারিখ তৃণমূল মিছিল করেছে। এই ইস্যুতে এজি আদালতে জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি বুথ কমিটির বৈঠক করা হয়েছিল, কোনও মিছিল সংগঠিত হয়নি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বাড়ি বাড়ি প্রচার করেছে এক বিশেষ রাজনৈতিক দল। বদ্ধ জায়গায় বৈঠক হয়েছে। সুতরাং আবেদনকারীর অভিযোগ সঠিক নয়। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ বিরোধীদের হুমকি দিচ্ছে। তাদের চাপ দেওয়া হচ্ছে শাসক দলে যোগ দেওয়ার জন্য। ওই এলাকায় পুলিশ তৃণমূলকে সমর্থন করছে। বিশেষ কয়েকজন নেতার জন্য ওখানে আইনশৃঙ্খলার সমস্যা হয়। যদিও এজি এই অভিযোগ অস্বীকার করেন।