কলকাতা: চাকরি কেলেঙ্কারি ইস্যুতে রাজ্য তোলপাড় হচ্ছে। সবথেকে বড় বিষয়, অভিযুক্ত যারা হচ্ছেন তাদের কথা জানতে পেরে কার্যত অবাকই হচ্ছে জনতা। একাধিক তাবড় নাম তো জড়িয়ে গিয়েছেই দুর্নীতির সঙ্গে, বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। এবার চাকরি নিয়ে অর্থ প্রতারণার অভিযোগে বিদ্ধ হল পুলিশও! শুধু তাই নয়, অন্য একজনকে দোষী সাজিয়ে মারধর করার অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছে।
আরও পড়ুন- ‘দুর্নীতি করলে শাস্তি হোক, বাছবিচার কেন?’ এসএসসি-কাণ্ডে দিলীপকে নিশানা অভিষেকের
কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনারের বিরুদ্ধে, যিনি কর্মরত নবান্নে। জানা গিয়েছে, বরানগরের দুই ভাইবোনের একজনকে কলকাতা পুরসভায় চাকরি ও অন্যজনকে বারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ২০২১ সালে কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ৩০ লক্ষ টাকা ঘুষ নেন। তাঁর বিরুদ্ধে পরে অভিযোগ উঠলে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে নেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাগুইহাটি এলাকার কৌস্তভ দাস নামে এক যুবককে গ্রেফতার করেছিল। এখন অভিযোগ, তাঁকে দিয়ে দোষ কবুল করাতে বেধড়ক মারধর করেছে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশ অফিসার। গত ১৬ মার্চ তাঁকে হেফাজতে নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”রেড রোডে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়! Mamata Banerjee on sit-in demonstration at Red Road” width=”560″>
এই ঘটনায় কলকাতা হাইকোর্টে ওই ব্যক্তির স্ত্রী মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি মান্থা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর নির্দেশ, এখনই ধৃত কৌস্তভ দাসকে শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে। এদিকে এই ঘটনার তদন্তভার পুলিশের কাছ থেকে সরিয়ে তিনি সিআইডিকে দিয়েছেন। এছাড়া সিপি বারাকপুরকে তাঁর নির্দেশ, ওই অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ করতে হবে। অন্যদিকে গোটা ঘটনায় এক চিকিৎসকও অভিযুক্ত বলে জানা গিয়েছে। আসলে এই ব্যক্তিকে আদালতে পেশ করার আগে ওই পাঁচ অফিসার দমদম ক্যান্টনমেন্ট জগদীশ চন্দ্র বোস হাসপাতালের এক চিকিৎসককে দিয়ে ফিট সার্টিফিকেট লিখিয়ে নেয়। কিন্তু আদালতে বিচারক তার দেহে মারধরের দাগ দেখে পুলিশ হেফাজতের আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করা হবে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন