রাজ্যপালের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগ’? গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

রাজ্যপালের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগ’? গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া অধ্যায় যুক্ত করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতারক দেবাঞ্জন দেবের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধকড়ের ছবি প্রকাশ্যে তুলে ধরে বোমা ফাটিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷ এর পরেই গতকাল রাতে অভিযুক্ত দেহরক্ষী অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করে পুলিশ৷ 

আরও পড়ুন- সংঘাতের আবহেই আজ বিধানসভায় রাজ্যপাল, কী হতে চলেছে? তৈরি তৃণমূলও

অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনে সঙ্গে তাঁর যোগসাজশ ছিল বলেই সন্দেহ করা হচ্ছে৷ যদিও অরবিন্দের বক্তব্য, দেবাঞ্জনের কারবার সম্পর্কে কোনও ধারণাই তার ছিল না৷ কিন্তু দেবাঞ্জনের সর্বক্ষণের ছায়াসঙ্গী তাঁর কারবার সম্পর্কে জানবেন না, এমন তথ্য মানতে নারাজ তদন্তকারী অফিসাররা৷ জানা গিয়েছে, অরবিন্দকে মাসে ৬০ হাজার টাকা বেতন দিতেন দেবাঞ্জন৷ 

আরও পড়ুন- বাইকে ‘আদি’ নামটা দেখেই বুকটা ছ্যাঁৎ করে উঠেছিল, বিবেকান্দের মৃত্যুতে শোকস্তব্ধ জামবনি

প্রসঙ্গত, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দুটি ছবি তুলে ধরেন সুখেন্দুবাবু৷ যেখানে রাজ্যপালের ঘনিষ্ঠ বৃত্তে দেখা যায় দেবাঞ্জনের দেহরক্ষীকে৷ এই দেহরক্ষীর মাধ্যমেই বিশেষ ব্যক্তির কাছেই খামে ভরা উপহার যেত বলেও অভিযোগ করেন তিনি৷ তাঁর কথায়, এই ঘনিষ্ঠতার গুরুত্ব বোঝাই যাচ্ছে৷ কিন্তু দেবাঞ্জনের দেহরক্ষী রাজভবনে কেন? প্রশ্ন তোলেন তিনি৷ তৃণমূল সাংসদ আরও বলেন, যদি দেখা যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে এই প্রতারকের নিরাপত্তারক্ষীর কোনও যোগসাজশ আছে, বা এই ছবিটা সত্য, তাহলে শুধু রাজ্য নয়, দেশের পক্ষে ভয়ঙ্কর৷  

ভুয়ো টিকা কাণ্ডে শাসকদল জড়িত প্রমাণ করতে আসরে নেমেছে বিজেপি৷ তৃণমূলের একাধিক নেতৃত্বের সঙ্গে ভুয়ো আইএএস দেবাঞ্জনের ছবিও প্রকাশ্যে এসেছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে এবার পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল৷ নিশানায় রাজ্যপাল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =