পরিচিতরাই গুলি চালিয়েছে, হাসনাবাদ গুলিকাণ্ডের তদন্তে নিশ্চিত পুলিশ

পরিচিতরাই গুলি চালিয়েছে, হাসনাবাদ গুলিকাণ্ডের তদন্তে নিশ্চিত পুলিশ

হাসনাবাদ: ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের জল সেরিয়া গ্রামে৷ গুরুতর আহত আমির গাজির চিকিৎসা চলছে কলকাতায় সরকারি হাসপাতালে৷ চিকিৎসকেরা জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ বছর পঁয়তাল্লিশের আমির গাজির বাড়ি উত্তর কোন্নাগর গ্রামে। মঙ্গলবার রাত্রে দুষ্কৃতীরা তাঁর মাথায়, বুকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর অবস্থা গুরুতর হলে তাঁকে কলকাতা আরজিকর স্থানান্তরিত করা হয়েছে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সক্রিয় তৃণমূল সমর্থক হিসেবে কাজ করছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে একজন মোবাইল ফোন করে ডাকে৷ বাজারে যাওয়ার পর আচমকায় সেখানে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তার খুব কাছ থেকে প্রথমে বুকে তারপরে মাথায় গুলি করা হয়। কি কারনে গুলি করা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, এর পিছনে রাজনৈতিক কারণ, না ব্যক্তিগত শত্রুতা, না ব্যবসায়ী বিবাদের জের ,সবটাই খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও ওই খুনের ঘটনায় এখনও কোনও অভিযুক্তের হদিশ পাইনি পুলিশ৷ স্বভাবতই, পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন৷ বাসিন্দাদের দাবি, পুলিশি নিস্ক্রিয়তার জেরেই এলাকায় বাড়ছে সমাজ বিরোধী কার্যকলাপ৷ যদিও পুলিশের দাবি, অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে৷ শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আমিনের খুব পরিচিত ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 15 =