শব নিয়ে বিক্ষোভ, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের

শব নিয়ে বিক্ষোভ, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের

 

কলকাতা:  বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কালীঘাট খানার পুলিশ৷ একইসঙ্গে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও দুই বিজেপি সাংসদ অর্জুন সিং ও জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ 

আরও পড়ুন- ‘মিশন গোয়া’! আরব সাগরের পাড়ে ‘ঘাস ফুল’ ফোটাতে ময়দানে নামছে অভিষেক বাহিনী

গতকাল বিজেপি নেতা মানস সাহার মৃত্যুর পর তাঁর দেহ নিয়ে রাস্তার উপর বসে পড়ার অভিযোগ ওঠে এই চার বিজপি নেতার বিরুদ্ধে৷ এমনকী বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই গোটা ঘটনাটি ঘটে৷ ক্যামেরায় স্পষ্ট দেখা যায় সুকান্ত মজুমদার দৌড়ে গিয়ে শববাহী গাড়ির সামনে বসে পড়েন৷ ওই মিছিলে আরও অনেক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন৷ দলীয় নেতার দেহ নিয়ে বেআইনিভাবে রাস্তা আটকানোর অভিযোগে কালীঘাট খানার পুলিশ চার বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ (কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা) ধারায় মামলা রুজু হয়েছে৷ এটি জামিন অযোগ্য ধারা৷ এছাড়াও তাঁদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯ ধারাতেও মামলা দায়ের করা হয়েছে৷ 
 

প্রসঙ্গত, বুধবার নার্সিংহোমে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার। অভিযোগ, গত ৩ মে ভোটের ফল প্রকাশের পর তাঁর উপর হামলা চালানো হয়। মাথায় আঘাত নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি প্রার্থী। মাঝে একবার বাড়ি ফিরলেও আবার শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। অবশেষে বুধবার মৃত্যু হয় তাঁর৷ বৃস্পতিবার ছিল শেষকৃত্য৷ তার আগে মানস সাহার দেহ নিয়ে মিছিলের পরিকল্পনা করেন বিজেপি নেতারা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল এগোতেই শুরু হয় ধুন্ধুমার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =