কলকাতা: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কান্ড। শান্তিপূর্ণ আন্দোলনের নামে ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ আন্দোলনের অনুরোধকে তোয়াক্কা না করেই কখনো ব্যারিকেডের তার ছিড়তে দেখা গেল আন্দোলনকারীদের, আবার কখনো ব্যারিকেড ভেঙে দিল আন্দোলনকারীরা। কেউ কেউ জাতীয় পতাকা নিয়েই উঠল ব্যারিকেডের উপরে। উপড়ে ফেলল ব্যারিকেড। পুলিশকে লক্ষ্য করে ছড়া হলো বড় বড় ইঁট-পাটকেল। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে জল কামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো শুরু।
উল্লেখ্য, সমাজমাধ্যমে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ মঙ্গলবারের নবান্ন অভিযানের রুট প্রকাশ করা হয়। মূলত কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে জমায়েত করার কথা বলা হয়েছে। এই দুই জায়গা থেকে মিছিল যাবে নবান্নের দিকে। কলেজ স্কোয়্যারে যে জমায়েত হবে সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, ইডেন গার্ডেন্স, হেস্টিং হয়ে নবান্নে পৌঁছনোর পরিকল্পনা ছিল। অন্য মিছিলটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নের দিকে এগোবে।
‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল, মঙ্গলবার দুপুর ১টায় কলকাতার কলেজ স্কোয়্যার এবং হাওড়ার সাঁতরাগাছিতে হবে জমায়েত। এর পরে মিছিল যাবে নবান্নের দিকে। পুলিশ যেখানে মিছিল থামাবে, সেখানেই দাঁড়িয়ে যাওয়া হবে, এমনটা জানালেও এদিন কার্যত নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কান্ড বেধে যায় বিভিন্ন রুটে।