এবার অর্জুনের সুরক্ষার আকাশে ড্রোন ওড়াবে পুলিশ!

এবার অর্জুনের সুরক্ষার আকাশে ড্রোন ওড়াবে পুলিশ!

ব্যারাকপুর: রাজ্য পুলিশের বিরুদ্ধে তিন বরাবরই অভিযোগে সরব হলেও তাঁর সুরক্ষার বিষয়ে রাজ্য সরকার কতখানি চিন্তিত, শুক্রবার ফের সেই প্রমাণ রাখল রাজ্য পুলিশ৷

ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সামনে বারংবার বোমাবাজির ঘটনার রহস্যে উদঘাটনে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল জগদ্দল থানার পুলিশ৷ সাংসদের বাড়ির আশেপাশে এলাকায় কেউ আগ্নেয়াস্ত্র রা বোমা মজুত করে রেখেছে কিনা তার খোঁজ পেতে জগদ্দল থানার তরফ থেকে অর্জুন সিংয়ের বাড়ির কাছে ওড়ানো হল ড্রোন৷

শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে আচমকায় সার্কাস ময়দান থেকে ড্রোন উড়িয়ে সাংসদের বাড়ি সংলগ্ন এলাকার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের কাজে নামল সিআইডি৷ ঠিক যেমনটা ক’দিন আগে আচমকায় সাংসদের বাড়ির সামনে হাজির হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সদস্যরা৷ বিজেপি সাংসদের বাড়ি সংলগ্ন এলাকায় ১৭৫টি সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট৷

যদিও তারপরও বোমা হামলায় ছেদ পড়েনি৷ ৮ ও ১৪ সেপ্টেম্বর দু’দফায় বোমা পড়েছেন সাংসদের বাড়ি লক্ষ্য করে৷ এমনকি শেষবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকা থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেন রাজ্যের গোয়েন্দারা৷ যার জেরে সাংসদের বিরুদ্ধেই অভিযোগে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাদের৷ যার পাল্টা হিসেবে অর্জুন সিং রাজ্য পুলিশকে তীব্র আক্রমণ করে বলেছিলেন, ‘‘দুষ্কৃতীদের আড়াল করতে আমাকেই অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে৷’’

তারপরই সাংসদের বাড়ি লক্ষ্য করে ড্রোন ওড়ানোর পুলিশি উদ্যোগকে অবশ্য ভাল চোখে দেখছেন না অর্জুন অনুগামীরা৷ এবিষয়ে সাংসদের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর ঘনিষ্ঠ জনেরা বলছেন, দাদার ঘরের যাবতীয় তথ্য সংগ্রহের জন্যই ড্রোন নামানোর পরিকল্পনা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + ten =