ভোটের দিন ঘোষণা হয়নি তবু প্রচারের টেক্কা দিতে আসরে সবদলই

ভোটের দিন ঘোষণা হয়নি তবু প্রচারের টেক্কা দিতে আসরে সবদলই

বাঁকুড়া: পৌরভোটের দিনক্ষন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ময়দানে নেমে পড়েছে যুযুধান রাজনৈতিক দল গুলি। ডান বাম সব পক্ষই এখন প্রচারের প্রথম পর্বে একে অপরকে টেক্কা দিতে চাইছে। বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখন তৃণমূল-বিজেপি থেকে সিপিআইএম প্রতিটি যুযুধান রাজনৈতিক দলই দেওয়াল দখল থেকে বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করে দিয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচন, সবেতেই ২৪ টি ওয়ার্ডের বাঁকুড়া পৌরসভার অধিকাংশটিতেই পিছিয়ে শাসক তৃণমূল। ফলে এবার বাঁকুড়া পৌরসভা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। অন্যদিকে তৃণমূলও নিজেদের ভুল ত্রুটি শুধরে ফের পৌরসভা দখলের লক্ষ্যে এগিয়ে চলেছে। পিছিয়ে নেই সিপিআইএম তথা বামেরাও। 

তৃণমূলের বাঁকুড়া জেলা মুখপাত্র দিলীপ আগরওয়ালের দাবি বিজেপি এবার কোন ফ্যাক্টর নয়, মূল লড়াই হবে তৃণমূলের সঙ্গে সিপিআইএমের। আর ওই নির্বাচনী লড়াইয়ে ২৪ টি ওয়ার্ডেই তৃণমূল জিতবে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বিজেপির তরফে দাবি ২৪ টি ওয়ার্ডে তারা জিতবেন।  স্বচ্ছ, দুর্নীতিমুক্ত পৌরসভা উপহার দেওয়ার অঙ্গিকার করে তারা নির্বাচনী আসরে নামছেন বলে দলের স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি করেন। অন্যদিকে সিপিআইএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির দাবি, নাগরিক পরিষেবা খর্ব করা হচ্ছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হলে তৃণমূল বিজেপি কোন ফ্যাক্টর নয়, বামেরাই জিতবে।  বিজেপির প্রতিদিন শক্তিক্ষয় হচ্ছে আর ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূলের কোন কথা বলার অধিকার নেই বলেই তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =