পর্নোগ্রাফি তৈরির অভিযোগ! শহর থেকে গ্রেফতার নায়িকা এবং তার সঙ্গী

পর্নোগ্রাফি তৈরির অভিযোগ! শহর থেকে গ্রেফতার নায়িকা এবং তার সঙ্গী

কলকাতা: কলকাতার নিউটাউনের পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন নায়িকা নন্দিতা দত্ত এবং তার সঙ্গী মৈনাক ঘোষ। একই সঙ্গে যে হোটেলে তারা ছিলেন সেই হোটেল কর্তৃপক্ষকেও গ্রেফতার করেছে পুলিশ। রমরমিয়ে এই হোটেলে পর্নোগ্রাফি তৈরির ব্যবসা চলছে বলে অভিযোগ পেয়েছিল নিউটাউন থানার পুলিশ। সেই অভিযোগ পাওয়ার তিন দিনের মধ্যেই এ দিন গ্রেফতার করা হল দুজনকে। তবে পুলিশের অনুমান আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের খোঁজ ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মুম্বইয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার মামলা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশ। এবার সেই ঘটনার সঙ্গে কলকাতার ঘটনার কোন যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া নায়িকা নন্দিতা এবং তার সঙ্গী মৈনাককে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ খানিক তথ্য মিলতে পারে বলে ধারণা তাদের। তবে যেভাবে রাজ কুন্দ্রার ঘটনা একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে প্রত্যেকদিন তাতে মনে করা হচ্ছে কলকাতার এই ঘটনার সঙ্গে মুম্বইয়ের যোগাযোগ থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এখন পুরোটাই অনুমানের জায়গায় রয়েছে। তদন্ত এগোলে ধীরে ধীরে বাকি তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড শান্তনু সেন, তুমুল বিক্ষোভ তৃণমূলের

কিছুদিন আগেই, অভিনয় জগতে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে একাধিক ওয়েব সাইটে এক মডেলের অর্ধনগ্ন ছবি ভাইরাল করার অভিযোগে মেকআপ আর্টিস্ট জয়শ্রী মিত্র ও ফটোগ্রাফার প্রতাপ ঘোষকে গ্রেফতার করা হয়। গত ১৭ তারিখ সোদপুরের বাসিন্দা পেশায় মডেল ওই তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তার পরিচয় হয় জয়শ্রী মিত্রর সঙ্গে। তিনি নিজেকে মডেল হিসাবে পরিচয় দিয়েছিলেন। জয়শ্রী ওই মডেলকে প্রতিশ্রুতি দেন টেলিভিশন জগতে সুযোগ করে দেবেন। তার জন্যে তাকে একটি ফটোশুট করাতে হবে। সেই ফটোশুটের কারণে প্রতাপ ঘোষ নামক এক ব্যক্তির সঙ্গেও ওই মডেলের পরিচয় করায়। এরপরই সল্টলেক অঞ্চলে একটি স্টুডিওতে ওই যুবতীর অর্ধনগ্ন কিছু ছবি ও ভিডিও তোলেন ওই দুই অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =