কলকাতা: প্রশান্ত কিশোরের বুদ্ধিতে দিল্লির বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে। তৃণমূলও প্রশান্ত কিশোরের সাহায্য নিচ্ছে। যার ফলে ২০২১ সালে তৃণমূলের রাস্তা অনেকটাই পরিষ্কার হল বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তার জেরেই প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হতে চলেছে। তার পাশাপাশি কনভয় ও অফিসারও থাকবে। প্রশান্ত কিশোরের ওপর হামলা হতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এরপরেই প্রশান্ত কিশোরকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল শিবির করেছে, প্রশান্ত কিশোরের সাফল্য বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেই কারণে প্রশান্ত কিশোরকে হামলার পরিকল্পনা করা হচ্ছে।
অন্যদিকে, সম্প্রতি প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, প্রশান্ত কিশোর তৃণমূলে যোগ দিতে পারেন। যেই জল্পনাকে আরও উসকে পার্থ চট্টোপাধ্যায় বলেমন এই বিষয়ে দল অন্তিম সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত দলে তিনি পরামর্শদাতা হিসেবে কাজ করছেন৷ যথেষ্ট সুনামের সঙ্গে সেই কাজ করছেন৷ এখন উনি আমাদের দলে আসবেন কি আমরা ওনাকে নেব, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী৷ আমি সরস্বতী পুজোর মঞ্চে বসে সেই সিদ্ধান্ত নিতে পারি না৷