কলকাতা: ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে চর্চা এবং বিতর্ক যে আরও বেশ কিছু সময় বহাল থাকবে তা বোঝা যাচ্ছে। এই মামলায় রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ কিন্তু রাজ্য দমে যায়নি এখনও। সুপ্রিম কোর্টে যেতে পারে তারা এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে আবার রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠনগুলি। তাদের সাফ বক্তব্য, শুধু আইনি লড়াই নয়, এর পর রাস্তাতেও নামবে তারা, শেষে বকেয়া আদায় করেই ছাড়বে। অবশ্যভাবেই বলা যায় যে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ল।
আরও পড়ুন- DA মামলায় ফের ধাক্কা রাজ্যের, রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ হাই কোর্টে
গত ২০ মে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই মেয়াদ শেষ হয়ে যায়। এরপরেই রাজ্যের তরফে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু, সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। এখন নির্দেশ অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে সরকার। চমকপ্রদ ব্যাপার, কিছুদিন আগেই পুজোর অনুদান মামলায় রাজ্যের তরফে দাবি করা হয়েছিল যে কোনও ডিএ নাকি বাকি নেই! কর্মী সংগঠনগুলির দাবি, সেই কথা সম্পূর্ণ মিথ্যে ছিল। সেটা প্রমাণ হয়ে গিয়েছে।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটানোয় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলা বিচারাধীন রাখল উচ্চ আদালত। আগামী ৭ নভেম্বর আদালত অবমাননার মামলার শুনানি হবে। তাই রাজ্যের চাপ যে এখনই কমছে না তা বলাই বাহুল্য।