সচিব পদ কি থাকবে বালু-কন্যা প্রিয়দর্শিনীর? দ্বিবিভক্ত বিকাশ ভবন

সচিব পদ কি থাকবে বালু-কন্যা প্রিয়দর্শিনীর? দ্বিবিভক্ত বিকাশ ভবন

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই চর্চার কেন্দ্রে প্রিয়দর্শিনী মল্লিক। আদালত থেকে হাসপাতাল, সিজিও কমপ্লেক্সে, বালু গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় সর্বত্রই দেখা মিলেছে মন্ত্রী-কন্যার। কিন্তু কেন আলোচনার কেন্দ্রে বালু-কন্যা?

প্রিয়দর্শিনী পেশায় শিক্ষিকা৷ কিন্তু, তাঁর অগাধ সম্পত্তি অনেকেরই চোখে বিঁধেছে৷ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্নও উঠেছে৷ প্রশ্ন উঠেছে, শুধুমাত্র পড়িয়ে কীভাবে প্রায় সাড়ে তিন কোটির মালিক হলেন প্রিয়দর্শিনী? এছাড়াও বেশ কিছু ভুয়ো সংস্থার ডিরেক্টর হিসেবেও তাঁর নাম উঠে এসেছে ইডি-র হাতে। প্রিয়দর্শিনী ইডি-র আতসকাচে আসতেই মন্ত্রী-কন্যার পদ নিয়ে শুরু টানাটানি। দুর্নীতির সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে৷ এমন একজনকে কি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মতো প্রতিষ্ঠানের সচিব পদে রাখা যায়? প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এমনিতেই দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগের চাপে নাস্তানাবুদ শিক্ষা দফতর৷ নতুন করে কোনও দুর্নীতির আঁচ লাগুক, তা চান না অনেকেই। এ প্রসঙ্গে  বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘মন্ত্রীর দুর্নীতির সঙ্গে তাঁর মেয়ের যোগ ছিল বলে অভিযোগ উঠে আসছে। এমনকী টিউশন পড়িয়ে উনি কী ভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ এমন একজনকে কেন সচিব পদে রাখা হবে?’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *