১৪৪ লঙ্ঘনের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসায় প্রিয়াঙ্কা, রিপোর্ট চাইল কমিশন

১৪৪ লঙ্ঘনের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসায় প্রিয়াঙ্কা, রিপোর্ট চাইল কমিশন

কলকাতা:  ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এবার পুলিশ কর্মীকে রীতিমতো ধমকালেন তিনি৷ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা৷ এ প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে কমিশন৷ 

আরও পড়ুন- নজরে মিত্র ইনস্টিটিউশন, কখন ভোট দিতে আসবেন মমতা-অভিষেক?

আজ সকালে ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷ গুরুদ্বারের সামনে ১৪৪ লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রিয়াঙ্কা বলেন, ১৪৪ ধারা কার্যকর করার দায়িত্ব তো পুলিশেরই৷ কী ভাবে আপনারা দাঁড়িয়ে আছেন? কী ভাবে সব ধাবা খোলা আছে? কেন বন্ধ করাচ্ছেন না? কেন এত মানুষ একসঙ্গে ঘুরছে? ১৪৪ ধারা যখন লাগু রয়েছে, তখন পুলিশের পদক্ষেপ করা উচিত ছিল৷ এদিকে, প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ 

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল৷ কমিশন অবজার্ভার পাঠিয়ে দেখেছে কোনও বুথ জ্যাম হয়নি৷ গুরুদ্বারের সামবে ১৪৪ লঙ্ঘন হয়েছে কিনা, সেটাও কমিশন দেখবে৷ উনি কমিশনকে পাগল করে দেবেন৷ কারণ উনি জানেন যে উনি হারবেন৷ বারবার মিথ্যে অভিযোগ তুললে কমিশনের উচিত সেটা উপেক্ষা করা৷ আর মানুষ গুরুদ্বারে প্রার্থনা করতে গেলে ১৪৪ ধারা লঙ্ঘন কী ভাবে হল? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =