প্রচারে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার, ‘ভ্যালু নেই বলেই ভিড় বাড়াচ্ছেন’ পাল্টা ফিরহাদ

প্রচারে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার, ‘ভ্যালু নেই বলেই ভিড় বাড়াচ্ছেন’ পাল্টা ফিরহাদ

কলকাতা: গতকালের মতো আজও ভাবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচার ঘরে উত্তজনা৷ প্রচারের মাঝেই মেজাজ হারালেন বিজেপি প্রার্থী৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তিনি৷ অভিযোগ, ইচ্ছা করে তাঁর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ চাপানো হচ্ছে৷

প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁর সঙ্গে প্রচারে ঘুরেছে সাদা পোশাকের পুলিশ৷ কেন সাদা পোশাকের পুলিশ ঘুরবে, তা বিষয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা৷ এদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশি লোক নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়া নিয়ে তাঁর জবাব তলব করেছে নির্বাচন কমিশন৷  সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলতেই পুলিশকর্মীরা সাদা পোশাকে ঘুরছে। 

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘গতকাল আমাকে নির্বাচন কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে৷ বলে হয়েছিল আমার পিছনে অনেক লোক ঘুরছে৷ তারা কারা? কী ভাবে আমি ব্যাখ্যা করব তাঁরা পুলিশ৷ আপনারা সাদা পোশাকে ঘুরছেন৷ আর টিভিতে দেখানো হচ্ছে আমার পিছনে এত মানুষ ঘুরছে৷ আপনারা কেন সাদা পোশাকে আসছেন? আপনারা পুলিশের পোশাক পরে আসুন৷ তাহলে আমিও বলতে পারব, আমার সঙ্গে পুলিশ রয়েছে৷’ 

আরও পড়ুন- বিদ্যুৎ বিলের বিরোধিতা কেন? কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি মমতাকে

এদিকে পাল্টা কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, প্রচারের আসার জন্যই উনি এসব করছেন৷ আমার সঙ্গেও পুলিশ রয়েছে৷ পুলিশ তো থাকবেই৷ তাতে ভিড় দেখানোর কী আছে৷ সাদা পোশাকে ওঁর ভিড় বাড়াতে যাবে কেন? যাঁর বাজারে একা ভ্যালু নেই, সে ভিড় করাতে চায়৷ যার বাজারে একার ভ্যালু আছে, সে একাই ঘোরে৷  প্রসঙ্গত, ভবানীপুরে ভোটের দিন ঘোষণা হতেই কোমর বেঁধে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম৷  এদিনও সকাল থেকে প্রচার শুরু করেন তিনি৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nine =