সন্দীপ ঘোষ-সহ ছ’জনের পলিগ্রাফ টেস্ট আজ! দিল্লি থেকে কলকাতায় CBI-এর বিশেষ দল

কলকাতা: এই নিয়ে টানা ন’দিন৷ লাগাতার জিজ্ঞাসাবাদের পর শনিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পলিগ্রাফ টেস্ট আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের৷ সন্দীপ ছাড়াও আরও…

sandeep polygraph

কলকাতা: এই নিয়ে টানা ন’দিন৷ লাগাতার জিজ্ঞাসাবাদের পর শনিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পলিগ্রাফ টেস্ট আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের৷ সন্দীপ ছাড়াও আরও পাঁচ জনের পলিগ্রাফ টেস্ট করা হবে আজ৷ শুরু প্রক্রিয়া৷ দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের একটি বিশেষ দল৷

সূত্রের খবর, আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট হতে পারে আজ। তবে সঞ্জয় এখন জেল হেফাজতে৷ তবে তার পলিগ্রাফে টেস্টের অনুমতি দিয়েছে আদালত৷

সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়েও শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার তাদের অনুমতি দেয় আদালত। পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দেন সন্দীপও। তিনি সম্মতি না জানালে এই পরীক্ষা সম্ভব হত না।

 

জানা গিয়েছে, সন্দীপ ছাড়াও আরজি করের চার জন পড়ুয়া চিকিৎসক এবং মূল অভিযুক্ত সঞ্জয়ের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে৷