বগুলা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে গোটা রাজ্য তোলপাড় হয়েছে। সম্প্রতি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ওই ছাত্রের বাবা-মা। মমতা তাঁদের আশ্বাস দেন যে, মায়ের চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। পাশাপাশি নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণও করা হবে। এই ঘোষণার পর এদিন নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের নতুন নামকরণ হয়েছিল। কিন্তু তাতে চরম বিক্ষোভ দেখালেন সেখানকার সাধারণ মানুষ।
কেন গ্রামীণ হাসপাতালের সামনে থেকে বগুলা নাম সরিয়ে দেওয়া হল, এই প্রশ্ন তুলে আজ চরম বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের স্পষ্ট বক্তব্য, যদি নিহত ছাত্রের নামে নামকরণ করতে হয় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ছাত্রের নামে রাখা হোক। ছাত্রকে স্মরণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও নাম বদলে ফেলা হোক। কিন্তু হাসপাতালের নাম বদল তারা মানছেন না। এই বলেই হাসপাতালের নতুন নাম রং দিয়ে মুছে দেন বিক্ষোভকারীরা। আজই আনুষ্ঠানিক ভাবে মৃত ছাত্রের নামে হাসপাতালের উদ্বোধন করার কথা ছিল নদীয়ার জেলাশাসকের। নীল রং দিয়ে হাসপাতালের নতুন নাম লেখা হয়েছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে থেকে শুরু হয় বিক্ষোভ।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট রাতে আচমকা হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান ওই ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি৷ পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। সেই রাতে ওই ছাত্রের উপর অত্যাচার করা হয়েছিল কিনা, সেই প্রশ্নও উঠেছে৷ ওই পড়ুয়া নিজে ঝাঁপ দিয়েছিলেন, নাকি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়৷