কলকাতা: বেতন মিলছে না প্রায় ৬ থেকে ৭ মাস! কলকাতা মেডিক্যাল কলেজে চরম উত্তেজনা ছড়াল আজ। অস্থায়ী সাফাই কর্মীদের একাংশ সেখানে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, টাকা দিয়ে তারা কাজে ঢুকেছিলেন, কিন্তু এখন তারা কেউ বেতন পাচ্ছেন না। যার টাকা দেওয়ার কথা সে বেপাত্তা হয়ে গিয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও সেইভাবে কোনও লাভ হয়নি বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা।
আরও পড়ুন- দলের অবস্থা বদলাতে বয়সে কোপ? বাদ পড়ছেন বিমান, সূর্যরা
জানা গিয়েছে, যারা যারা এই কাজে ঢুকেছিলেন তারা কেউ ৩০ হাজার টাকা, কেউ ৪০ হাজার টাকা, আবার কেউ ৫০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু এখন তারা কেউ বেতন পাচ্ছেন না। প্রত্যেকের প্রায় ৭ হাজার টাকা করে মাস প্রতি বেতন পাওয়ার কথা থাকলেও বিগত ৬ থেকে ৭ মাস তারা বেতন হীন। তাই কলকাতা মেডিক্যাল কলেজের অস্থায়ী সাফাই কর্মীদের একাংশ আজ বিক্ষোভে নামে। প্রবল উত্তেজনা ছড়ায় মেডিক্যাল কলেজের ১ নম্বর গেটের কাছে।
সাফাই কর্মীদের আধিকারিকের বক্তব্য, ৭ হাজার ৩০০ টাকা করে সকলের বেতন পাওয়ার কথা কিন্তু সেই টাকা না পাওয়ার কারণে তারা আজ কার্যত রাস্তায় চলে এসেছেন। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জানান হয়েছে, যার টাকা দেওয়ার কথা সে টাকা দেবে বলেছিল, আশ্বাস দিয়েছিল যে অল্প অল্প করে টাকা মেটানো হবে। কিন্তু সে রাতারাতি বেপাত্তা হয়ে গিয়েছে। গতকাল রাতে মেডিক্যাল কলেজে সেই ঠিকাদার থাকলেও আজ সকাল থেকেই সে গায়েব হয়ে যায়।