কলকাতা: কাজ করার পর টাকা বাকি, কর্মীদের ওয়ালেট থেকে টাকা কাটা হয়েছে, এমনই সব অভিযোগ তুলে এদিন সরব হল ‘অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়ন (CITU)। মঙ্গলবার বেলা ১২ টায় তথ্যমিত্র কেন্দ্রের সদর দফতরের সামনে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দেয় তারা। তাঁদের মূল অভিযোগ, ই-শ্রম সহ একাধিক পোর্টালে কাজ করার পর টাকা বাকি। তারপরও অন্যায় ভাবে তথ্যমিত্র কর্মীদের ওয়ালেট থেকে টাকা কাটা হয়েছে।
আরও পড়ুন: কোভিড থেকে কি মুক্তির পথে বাংলা? রইল তথ্য
এদিনের বিক্ষোভ মিছিলে একাধিক ব্যানার এবং প্ল্যাকার্ড দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। তাঁরা জানতে চায়, কাজের হিসেব এবং প্রাপ্য কমিশনের হিসেবে গরমিল কেন? কাজের হিসেব এখনও পাওয়া যায়নি কেন? এছাড়া তাঁদের দাবি, ওয়ালেট থেকে কেটে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। যদিও ডেপুটেশন জমা দেওয়ার পর তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট দফতর জানিয়েছে আপাতত টাকা কাটা বন্ধ করবে। ওয়ালেটগুলো ব্লক করা হয়েছিল সেগুলো খুলেছে। আর যাদের টাকা কাটা হয়েছিল তাদের টাকা ফেরত দেওয়ার দাবিকে বিবেচনা করা হবে। এই প্রেক্ষিতেই আন্দোলনকারীদের হুঁশিয়ারি, টাকা ফেরত না দিলে আরও বড় আন্দোলন হবে।