বৃষ্টিতে ভিজেই লালবাজারের পথে দীপ্সিতা, মীনাক্ষীরা, বামেদের প্রতিবাদ মিছিল আটকে দিল পুলিশ

কলকাতা: এসএফআই-এর লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার। আরজি করে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই সদস্যকে তলব করা হয়েছিল লালবাজারে৷ এর মধ্যে রয়েছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী…

BAM MICHIL

কলকাতা: এসএফআই-এর লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার।

আরজি করে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই সদস্যকে তলব করা হয়েছিল লালবাজারে৷ এর মধ্যে রয়েছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও৷ কিন্তু, তাঁদের অভিযোগ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ‘মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে’ দলের নেতা-কর্মীদের। প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃষ্টিতে কাক ভেজা হয়েই কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজারের পথে এগোতে থাকে মিছিল৷ মিনাক্ষীদের তলবের বিরুদ্ধে প্রতীকী গণহাজিরা দেওয়ার জন্যই পূর্ব নির্ধারিত সূচি মেনে মিছিল করেন তাঁরা৷ যদিও লালবাজারের অনেক আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁদের৷ ব্যারিকেডের এপাড়ে দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন বাম ছাত্র-যুবরা। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত অপরাধীর শাস্তির দাবি তোলেন তাঁরা। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি ওঠে মিছিল থেকে।