‘ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা’, ‘যম’কে ফোঁটা দিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা

‘ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা’, ‘যম’কে ফোঁটা দিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা

কলকাতা: রাজ্যের উৎসবের আবহ কিন্তু চাকরিপ্রার্থীরা রাস্তাতেই অবস্থান করছেন। ৫৯০ দিনের বেশি হয়ে গেলেও আন্দোলন থেকে সরছেন না তারা এবং সরবেন না বলেও স্পষ্ট করেছেন। কিন্তু বিক্ষোভ চলার মধ্যেই নিজেদের মতো করে উৎসবে মাতছেন তারা। এদিন বুধবার যেমন ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। এদিকে বৃহস্পতিবার অভিনব ভাইফোঁটা পালন করলেন তারা। ফোঁটা দেওয়া হলে ‘যম’কে।

আরও পড়ুন- শিশু মৃত্যুর ঘটনার রেশ কাটেনি, আবার বোমা উদ্ধার ভাটপাড়ায়

রীতি অনুযায়ী, এইদিনে ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা মঙ্গল কামনা করে। তবে অবস্থান-বিক্ষোভরত আন্দোলনকারীরা সহযোদ্ধা ভাইদের ফোঁটা দেওয়ার পাশাপাশি এদিন যম পুজো করল। তারা পোস্টারও দিল যাতে লেখা, ‘যমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা’। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কেন এই উলটো রীতি? আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, আজকাল সবই উলটো হচ্ছে। যোগ্যরা রাস্তায় বসে, অযোগ্যরা চাকরি করছে। তাই এমন উলটো ‘যমফোঁটা’র আয়োজন। এক কথায়, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তারা এদিন যমপুজোর আয়োজন করেন।  

উল্লেখ্য, বুধবার মেয়ো রোডের রাস্তাতেই ভাইফোঁটা উদযাপন করেছে এসএসসি চাকরিপ্রার্থীরা। সেখানে উপস্থিত হয়েছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। অন্যদিকে, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন মাতঙ্গিনী হাজরার পাদদেশের ধর্না-অবস্থানে। সেখানে মিষ্টি এবং জামাকাপড় বিতরণ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 12 =