শনি ও রবি শিয়ালদহ শাখায় গুচ্ছ ট্রেন বাতিল, হয়রান হতে হবে পরীক্ষার্থীদের

কলকাতা: আগামীকাল অর্থাৎ রবিবার রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা৷ এদিকে, ১৫ সেপ্টেম্বর শিয়ালদহ ডিভিশনের বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪০টি…

Train Cancellations

কলকাতা: আগামীকাল অর্থাৎ রবিবার রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা৷ এদিকে, ১৫ সেপ্টেম্বর শিয়ালদহ ডিভিশনের বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বনগাঁ শাখার বেশ কিছু লোকাল ট্রেন৷ এর প্রভাব পড়বে শিয়ালদহ মেইন লাইনেও। যারা ট্রেন পথে পরীক্ষা দিতে যাবেন, তাঁদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে৷ হাতে বাড়তি সময় নিয়েই বাড়ি থেকে বেরন৷

মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে ব্রিজের মেরামতের কাজের জন্য ১২ ঘণ্টা পাওয়ার বন্ধ রাখা হবে৷ শনিবার রাত্রি ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ ডাউন লাইনেও শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷
দেখে নেওয়া যাক শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে-

বনগাঁ-শিয়ালদা: ডাউন ৩৩৮৫৬, ৩৩৮৬০/আপ ৩৩৮৬১, ৩৩৮৬৩

হাসনাবাদ-শিয়ালদা: ডাউন ৩৩৫৩৮/ আপ ৩৩৫৩৩

১৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

হাসনাবাদ-শিয়ালদা: ডাউন ৩৩৫১২, ৩৩৫১৪/ আপ ৩৩৫১১,৩৩৫১৭

বনগাঁ-শিয়ালদা: ডাউন ৩৩৮১২, ৩৩৮১৪, ৩৩৮১৮, ৩৩৮২০/ আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭

দত্তপুকুর-শিয়ালদা: ডাউন ৩৩৬১২, ৩৩৬১৮ / আপ ৩৩৬১৩

লক্ষীকান্তপুর-নামখানা: ডাউন ৩৪৯২৪/আপ ৩৪৯২৩

মাঝেরহাট-লক্ষীকান্তপুর: ডাউন ৩০৭১২/আপ ৩০৭১১

বনগাঁ-মাঝেরহাট: ডাউন ৩০৩৪২

হাবরা-শিয়ালদা: ডাউন ৩৩৬৫২/আপ ৩৩৬৫১

বিবাদীবাগ-কৃষ্ণনগর সিটি: আপ ৩০১৪৫

মাজেরহাট-মধ্যমগ্রাম: আপ ৩০৩৫৭/ ডাউন ৩০৩৫৮

মাঝেরহাট-বারাসাত: আপ ৩০৩৫১

বারাসাত-বনগাঁ: আপ ৩৩৩৬১

বারাসাত-শিয়ালদা: ডাউন ৩৩৪৩২, ৩৩৪৩৪/ আপ ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৯

বারাসাত-দত্তপুকুর: আপ ৩৩৩৫৭

দত্তপুকুর-শিয়ালদা: ডাউন ৩৩৬১৬

আজ শনিবারও বেশ কয়েকটি ট্রেন বারাসাত থেকে যাত্রা করবে:

বনগাঁ-শিয়ালদা: ৩৩৮৫৮

শিয়ালদা-বনগাঁ: ৩৩৮৫৯

১৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার যে ট্রেনগুলি বারাসাত থেকেই রওনা দেবে-

বনগাঁ-শিয়ালদা: ৩৩৮১৬, ৩৩৮২২, ৩৩৮২৪, ৩৩৮২৬

হাসনাবাদ-শিয়ালদা: ৩৩৫১৬, ৩৩৫১৮

হাবরা-শিয়ালদা: ৩৩৬৫৪

বনগাঁ-মাঝেরহাট: ৩০৩৪৪

হাসনাবাদ-বিবাদীবাগ: ৩০৩২২

হাসনাবাদ-মাঝেরহাট: ৩০৩২৪

শিয়ালদা-বনগাঁ: ৩৩৮১৯, ৩৩৮২১, ৩৩৮২৩

শিয়ালদা-হাসনাবাদ: ৩৩৫১৩, ৩৩৫১৫, ৩৩৫১৯

শিয়ালদা-হাবড়া: ৩৩৬৫৩

শিয়ালদা-গোবরডাঙা: 33681

শিয়ালদা-দত্তপুকুর: ৩৩৬১৭

মাঝেরহাট-হাসনাবাদ: ৩০৩৬১

মাঝেরহাট-হাবরা: ৩০৩৩৩

মাঝেরহাট-দত্তপুকুর: ৩০৩১৭