কলকাতা: শহরের দুর্গা পুজোর অন্যতম জনপ্রিয় থিম শিল্পী ছিলেন তিনি। ভাঁড়ের মণ্ডপ করে তাক লাগিয়েছিলেন একবার। তাঁকেই বলা যায় শহরের প্রথম থিমশিল্পী। তারই রহস্যমৃত্যু হল। বাগুইআটি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শিল্পী বন্দন রাহার। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। শিল্পীর এই মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের সব মহলে।
আরও পড়ুন- ‘ক্রমশ প্রকাশ্য’ সুজাতার জীবনে নতুন বসন্ত? যা বললেন তৃণমূলের নেত্রী..
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। মাস ছয়েক আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণও হয়। আবার পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, বন্দন অ্যালঝাইমার্স এবং অন্যান্য স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। সেই কারণে শেষ কয়েকদিন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই অবসাদ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৫২ বছর। শহর তথা রাজ্যের পুজো মহল বা শিল্পীরা তাঁর এই মৃত্যু মেনে নিতে পারছে না কিছুতেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মায়ের কোল ছাড়া ৩ বছরের আরিহা! Indian girl Ariha separated from parents by German authorities” width=”853″>
মনে রাখতে হবে, কোনও একটি জিনিস দিয়ে মণ্ডপ বানানোর কারিগরদের মধ্যেও বন্দন রাহা প্রথম বলে মনে করা হয়। ২০০১ সালে ভাঁড়ের প্যান্ডেল করে প্রথম লাইমলাইটে আসেন তিনি এবং তাঁর পুজো বোসপুকুর শীতলামন্দির। কলকাতা তো বটেই শহরতলি থেকে বহু মানুষ গিয়েছিলেন সেই মণ্ডপ দেখতে। সিনেমার বক্স অফিসের ভাষায় সেবার সেই পুজো ছিল একেবারে ব্লকবাস্টার হিট। এখনও কেউই ভুলতে পারেননি সেই মণ্ডপ।