কলকাতা: মালদহে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা৷ ভাঙল গাড়ির পিছনের কাচ৷ ভারত জোড়ো ন্যায় যাত্রায় পথে নেমেছেন রাহুল৷ বিহার থেকে মালদহ আসার সময় হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার ভিড়ের মধ্যে আটকা পড়েন সোনিয়া-পুত্র। সেখানেই কেউ পিছন থেকে তাঁর কালো গাড়ির কাচ লক্ষ্য করে ইট ছোড়ে৷ ইটের আঘাতে ভেঙে যায় কাচ৷ এমনটাই অভিযোগ কংগ্রেসের।
এই ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে। তাঁকে অপমান করা হয়েছে। কিন্তু বাংলার সংস্কৃতি বলে অতিথিকে সম্মান দিতে৷ এর পরেই তাঁর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত, ‘‘বুঝে নিন কে ভাঙতে পারে?’’ তাঁর কথায়,‘‘যত রকমের বিরোধিতা করা যায়, সবটাই করা হয়েছে। এমনকী বাংলায় রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার, পোস্টার দেখা মাত্রই তা ছিঁড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেস শিবিরের৷