কলকাতা: শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতদিনের মতো এদিনও বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানান হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দুপুর থেকে বিকেলের মধ্যেই আবহাওয়ার এই পরিবর্তন ঘটবে।
আরও পড়ুন- গাড়ি কেনার টাকা ফেরালেন, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে দিলেন বনি
আগেই জানান হয়েছিল যে, মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে৷ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সেই অনুযায়ী পূর্বাভাস মিলে যাবে বলেই মনে করা হচ্ছে। মোটামুটি বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ঝড়বৃষ্টি৷ মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”ফের ধেয়ে আসছে প্রবল ঝড়, সঙ্গে বৃষ্টি! Storm along with rainfall predicted in Bengal” width=”560″>
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হতে পারে। এছাড়া আগামী কয়েক দিন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলাই থাকবে। বসন্তের হাঁসফাঁস করা গরম থেকে নিস্তার পাবেন কলকাতার মানুষ৷