গরমের বাড়াবাড়ির মধ্যে ফের বৃষ্টির আভাস, সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গ

গরমের বাড়াবাড়ির মধ্যে ফের বৃষ্টির আভাস, সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গ

কলকাতা: মাঝে বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল বাংলায়। সেই রূপ আংশিক বৃষ্টিও হয়েছিল। কিন্তু শেষ কয়েক দিন যে গরমের প্রভাব আবারও বেড়েছে। সময়টা যেহেতু মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাসের শুরু তাই স্বাভাবিক নিয়মেই গরম বাড়বে। কিন্তু তার মধ্যেই ফের একটু স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। জানান হল, সপ্তাহান্তে ফের বর্ষণে ভিজতে পারে বাংলা। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

আরও পড়ুন- ‘গান্ধী-আরউইন চুক্তি কবে হয়েছিল?’ ৫ বছরে উত্তর কমিশনের,ফের বাড়বে নম্বর

আবহাওয়া দফতরের আভাস মিললে শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনা ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে। এদিকে এও জানান হয়েছে, আগামিকাল থেকেই মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তাই রাস্তায় বেরোনো আম জনতা তীব্র রোদের থেকে কিছুটা হলেও মুক্তি পাবে বলেই আশা। তবে হাঁসফাঁস গরমের অনুভূতি যে কতটা কমবে তা এখনই হলফ করে বলা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে আভাস মেলায় তার খানিক প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার ক্ষীণ প্রকোপ কমবে বলেই মত।