কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করেছে। রবিবার দুপুরের পর থেকেই একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই আভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন- টানা ৩৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED-র হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল
আগামী ৩০ তারিখ পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে মূলত এমন আবহাওয়াই থাকবে। তবে ২৮ মার্চের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। আর তখন থেকেই ধাপে ধাপে বাড়বে গরমের প্রভাব। অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে রবিবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতেই পাহাড়ে লাগাতার কয়েকদিন ধরে এই রকমই বৃষ্টি চলছে। তাছাড়া আংশিক কিছু জায়গায় বরফপাতও দেখা দিয়েছে। পাশাপাশি এও জানান হয়েছে, আগামী বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মহাকাশে ভ্রমণ করতে পারেন আপনিও! ISRO Chairman speaks on Space Tourism” width=”560″>
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই। যদিও স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এত বেশি নয়। সেখানে গড় তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি। অনুমান করা হচ্ছে, আপাতত আর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।