ফের নিম্নচাপের ভ্রুকুটি, ঘূর্নিঝড়ের দাপটে ডিসেম্বরের শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস

ফের নিম্নচাপের ভ্রুকুটি, ঘূর্নিঝড়ের দাপটে ডিসেম্বরের শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস

কলকাতা:  শীতের আমেজ ভেস্তে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা৷ শনিবার ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়৷ যার ধাক্কায় বৃষ্টিতে ভাসতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা সহ আরও কিছু জেলা৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ 

আরও পড়ুন- মুম্বই থেকে ফিরেই নির্বাচনী কৌশল ঠিক করতে গোয়ায় যাচ্ছেন অভিষেক

দক্ষিণ তাইল্যান্ড ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ৷ যা বুধবার অন্দামান সাগরে অবস্থান করবে। পরে সেটি ধীরে ধীরে সেটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২ ডিসেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস৷ 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ওডিশা-অন্ধ্র উপকূলের কাছে এসে পৌঁছবে এই ঘূর্ণিঝড়৷ এর প্রভাব পড়বে বাংলার উপরেও৷ ৩ ডিসেম্বর থেকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়৷ ৪ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫ তারিখেও৷ উপকূলবর্তী জেলাগুলি ছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ 

এদিকে ঘূর্ণিঝড়ের দাপটে অবরুদ্ধ শীতের গতিপথ৷ নভেম্বরের শেষ সকালে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে বসেনি ঠাণ্ডা। শীতের অপেক্ষায় থাকা বঙ্গবাসীর জন্য এরই মধ্যে মন খারাপের খবর শোনাল হাওয়া অফিস৷ ডিসেম্বরের শুরু থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো  হওয়া বইবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =