সন্ধ্যে হতেই ভিজল তিলোত্তমা, আর কোথায় কতক্ষণ হতে পারে বৃষ্টি

সন্ধ্যে হতেই ভিজল তিলোত্তমা, আর কোথায় কতক্ষণ হতে পারে বৃষ্টি

কলকাতা: সপ্তাহান্তে ফের বর্ষণে ভিজতে পারে বাংলা, এমন আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে তার আগে বুধবার বিকেলের পরেই হালকা বৃষ্টির সাক্ষী থাকল শহর কলকাতা। সন্ধ্যে নাগাদ কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। তবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে যা চলবে ঘণ্টা দুয়েক বা তার কিছু বেশি। তার সঙ্গে ঝড়ো হাওয়াও বইবে বলে জানান হয়েছে। 

আরও পড়ুন- ‘গান্ধী-আরউইন চুক্তি কবে হয়েছিল?’ ৫ বছরে উত্তর কমিশনের,ফের বাড়বে নম্বর

হাওয়া মহলের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও যে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির পরিমাণ যে খুব বেশি হবে এমনটা নয়। রাতের দিকে বৃষ্টি বাড়ার খুব একটা সম্ভাবনাও নেই। তবে বৃষ্টির জন্য রাতের দিকে কিঞ্চিৎ ঠান্ডা ভাব থাকতে পারে বলে আভাস। এমনিতেই পূর্বাভাস মিলেছে শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনা ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে। তার সঙ্গে রাজ্যের আকাশ থাকবে মেঘলা।