কলকাতা: সপ্তাহান্তে ফের বর্ষণে ভিজতে পারে বাংলা, এমন আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে তার আগে বুধবার বিকেলের পরেই হালকা বৃষ্টির সাক্ষী থাকল শহর কলকাতা। সন্ধ্যে নাগাদ কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। তবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে যা চলবে ঘণ্টা দুয়েক বা তার কিছু বেশি। তার সঙ্গে ঝড়ো হাওয়াও বইবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন- ‘গান্ধী-আরউইন চুক্তি কবে হয়েছিল?’ ৫ বছরে উত্তর কমিশনের,ফের বাড়বে নম্বর
হাওয়া মহলের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও যে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির পরিমাণ যে খুব বেশি হবে এমনটা নয়। রাতের দিকে বৃষ্টি বাড়ার খুব একটা সম্ভাবনাও নেই। তবে বৃষ্টির জন্য রাতের দিকে কিঞ্চিৎ ঠান্ডা ভাব থাকতে পারে বলে আভাস। এমনিতেই পূর্বাভাস মিলেছে শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনা ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে। তার সঙ্গে রাজ্যের আকাশ থাকবে মেঘলা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গলাব্যথা কমানোর চিরাচরিত পদ্ধতি ঘরেই রয়েছে! Natural home remedies for sore throat” width=”835″>
তবে হাঁসফাঁস গরমের অনুভূতি যে কতটা কমবে তা এখনই হলফ করে বলা যাচ্ছে না। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে আভাস মেলায় তার খানিক প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার ক্ষীণ প্রকোপ কমবে বলেই মত। জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে প্রায় রবিবার পর্যন্ত।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন
