কলকাতা: ময়দানে নামতেই আউট৷ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমল বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টির কথা তো ছেড়েই দিন৷ উত্তরবঙ্গেও এবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলে জানানো হয়েছে৷ সোমবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি-পরিস্থিতির আরও উন্নতি হবে৷
আলিপুর জানাচ্ছে, আগামী সাত থেকে দশ দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আরও বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।