কলকাতা: সপ্তাহের শেষে বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দেওয়া হয়েছে। এবার শিলাবৃষ্টির আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী দু’দিনে শিলাবৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝড়ো হাওয়া তো থাকছেই। বুধবার বিকেলের পরেই হালকা বৃষ্টির সাক্ষী থেকেছিল কলকাতা। হাওয়া মহলের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও যে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন- ‘গান্ধী-আরউইন চুক্তি কবে হয়েছিল?’ ৫ বছরে উত্তর কমিশনের,ফের বাড়বে নম্বর
আপাতত যে তথ্য উঠে আসছে তাতে জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। এছাড়া পশ্চিমের জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ৩১ মার্চ অর্থাৎ শুক্রবার আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া জেলায়। পাশাপাশি এইসব জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে কমলা সতর্কতা জারি শুক্রবারের জন্য। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হারানো মোবাইল খুঁজে দেবে কেন্দ্র! Centre launches CEIR to find lost mobile” width=”853″>
আগামী শনি এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা ভালো মতোই আছে বঙ্গে। মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে শনিবারের জন্য একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার বৃষ্টি হলেও তার প্রভাব কিছুটা কমবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। কিন্তু হাঁসফাঁস গরমের অনুভূতি যে কতটা কমবে তা এখনই হলফ করে বলা যাচ্ছে না।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন