দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা, কবে থেকে লাগাতার বৃষ্টি

দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা, কবে থেকে লাগাতার বৃষ্টি

কলকাতা: কিছুদিন আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে, উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা৷ কিন্তু দক্ষিণবঙ্গ নিয়ে তখনই কোনও আভাস দেওয়া হয়নি। বুধবার জানা গেল, এবার পুরোপুরি বর্ষা ঢুকতে চলেছে বাংলায়। স্বাভাবিকভাবেই এই খবরে বিরাট স্বস্তি পেয়েছে প্রচণ্ড গরমে নাজেহাল হতে থাকা বঙ্গবাসী। তাহলে ঠিক কবে থেকে ঢুকছে বর্ষা, বৃষ্টি কবে থেকে শুরু হবে? 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের গোড়ার দিকেই গোটা বাংলায় বর্ষা ঢুকে পড়বে। ১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতি অনুকূল থাকবে বৃষ্টির জন্য। কিন্তু তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে পূর্ব ভারতের আরও কিছু অংশে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ বলা যায়, জুন মাসের শেষ সপ্তাহে নিশ্চিতভাবে বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার প্রবল ইঙ্গিত। তবে ততদিন বর্তমানের মতো ব্যাপক গরম থাকবে, তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে বর্ষা ঢুকে গেলে প্রথমেই উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি হবে।